নিহারেন্দু চক্রবর্তী,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে । বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা তৌহিদ মিয়াকেও কুপিয়েছে চাঁদাবাজরা।
এ ঘটনায় আহত প্রবাসী সামদানীর পিতা রহিছ মিয়া বাদী হয়ে গত ২১ জুলাই পাঁচজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন। গুরুতর আহত প্রবাসী সামদানী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি করে আসছিল রকিব মিয়া। এ নিয়ে ভয়ে মুখ খুলতো না স্থানীয় মানুষ। চাঁদাবাজির বিষয়ে বিভিন্ন অভিযোগ আসে রকিবের চাচাতো ভাই বিএনপি নেতা তৌহিদের কাছে। একাধিকবার তৌহিদ চাঁদাবাজি না করতে সর্তক করে রকিবকে। কিন্তু রকির তাতে কোন কর্ণপাত করেনি। ঘটনার একমাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন প্রবাসী সামদানী। দেশে আসার পর থেকেই তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল রকিব ও তার লোকজন। সামদানী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রকিব ও তার লোকজন তার উপর হামলা চালায়। এসময় সামদানীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বিএনপি নেতা তৌহিদ মিয়া।
আহত বিএনপি নেতা তৌহিদ মিয়া বলেন, ৫ ই আগস্টের পর থেকে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল রকিব। দলের বদনাম হবে ভেবে আমি তাকে একাধিকবার সর্কত করেছি। কিন্তু সে তা শোনেনি। সর্বশেষ এই প্রবাসীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। দিতে অস্বীকৃতি করায় তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বাঁধা দেওয়ায় আামকেও কুপিয়েছে।
তিনটি আরো বলেন, এসমস্ত লোক বিএনপির বদনাম করছে। এরা দলে থাকলে দলের ক্ষতি হবে। চাঁদাবাজদের কোন ঠাই বিএনপিতে হবে না।
এ বিষয়ে অভিযুক্ত রকিবের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, এঘটনায় কোর্টে মামলা দায়ের হয়েছে। কোর্ট থেকে যে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
Post a Comment