বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলা ও ফ্যাসিবাদের জঙ্গি কার্ড ফিরিয়ে আনার অপচেষ্টা প্রতিরোধে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে আলেম সমাজ।
ঘোষণায় বলা হয়,
বাইতুল মুকাররম উত্তর গেইট থেকে মিছিল শুরু হয়ে শাপলা চত্তরে বিক্ষোভ সমাবেশ হবে।
সময়: বাদ জুম্মা, ২৫ জুলাই ২০২৫
উপস্থিত থাকবেন:
• ড. এনায়েতুল্লাহ আব্বাসী
• মুফতি জসিম উদ্দিন রাহমানী
• মাওলানা মীর ইদরীস
• জনাব আহমদ রফিক
• মুফতি ফখরুল ইসলাম
• মাওলানা মাহমুদুল হাসান গুনবি
• মুফতি তারেকুজ্জামান
• মাওলানা রফিকুল ইসলাম মাদানী
• জনাব আবু ত্বহা আদনান
• জনাব আসিফ আদনান
• ডাক্তার শামসুল আরেফিন শক্তি
• ডাক্তার মেহেদি হাসান
আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
ঘোষণায় সকলকে আত্মীয়-সজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশি সকলকে নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।
আহবানে: ইন্তিফাদা বাংলাদেশ
Post a Comment