কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঝুলন্ত নৌকা দিয়ে প্রচারনা অতঃপর আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মুতাসিম তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী নৌকা রাস্তার মোড়ে ঝুলিয়ে দেয়ার ঘটনায় ময়নাল হক (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫) ও মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫)—দুজনই স্থানীয় আওয়ামী লীগ কর্মী—বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা তৈরি করে তা একটি লম্বা বাঁশের মাথায় ঝুলিয়ে রাখেন। নৌকার সঙ্গে নিজেদের ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান সম্বলিত ডিজিটাল ব্যানার লাগানো হয়।

শুক্রবার সকালে ঝুলন্ত নৌকাটি নজরে আসে এলাকাবাসীর। বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি করলে তারা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারের ছবি দেখে ময়নাল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। স্থানীয় পরিবেশ বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এই ব্যতিক্রমী প্রচারণা ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে ‘সাংগঠনিক উৎসাহ’ হিসেবে দেখলেও, কেউ আবার রাতের অন্ধকারে এমন কর্মকাণ্ডকে ‘উস্কানিমূলক’ ও ‘অপ্রত্যাশিত’ বলে আখ্যায়িত করছেন।

Post a Comment

Previous Post Next Post