মুখে বিস্বাদ লাগে

কবি তাছলিমা আক্তার মুক্তা
কেমন অসুখ আসলো'রে ভাই 
সকলেই বলে জ্বর , 
 এমন মনে হচ্ছে জ্বর নয়
যেন কালবৈশাখী ঝড়। 

দুমড়ে মুচড়ে করছে যে শেষ 
সাধের মানবজীবন , 
জ্বরের ঘোরে আঁতকে উঠেই 
করছি যেমন তেমন । 

 সামনের পৃথিবী ঘুরছে সদা 
 যেন থরথরিয়ে কেঁপে , 
মুখের ভেতর নিমপাতার রস 
কে দিলো যে চেপে । 

কিছুই খেতে ভাল্লাগে না 
মুখে বিস্বাদ ঠেকে , 
ভয়ংকর যেন খাবার দাবার
অস্বস্তি লাগে দেখে । 

চারপাশে ঔষধের মেলায় 
আমার নিথর দেহ , 
জিন্দা নাকি মরেই গেছি তাই 
বুঝতে পারে না কেহ । 

করোনার বিশাল ছোবলের পরে 
আরেকটা নতুন অসুখ , 
পরিবারের সদস্যদের সকলের
বিস্বাদ মাখানো মুখ ।

Post a Comment

নবীনতর পূর্বতন