চীন সফরে বাংলাদেশের সেনাপ্রধান, ত্রিদেশীয় ‘কৌশলগত জোটের’ গুঞ্জন

নয়া বাংলা ডেস্ক 
বাংলাদেশ | ২১ আগস্ট ২০২৫(বৃহস্পতিবার)
ছবি: সংগৃহীত
চীন সফরে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালেই চিনের উদ্দেশে রওনা দেন তিনি। বেইজিং, ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন তিনি। ঘটনাক্রমে তিনি এমন সময় চীন যাচ্ছেন, যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান ও চীন। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য রয়েছে ‘সার্ক’। তবে প্রায় এক দশক ধরে ‘সার্ক’ প্রায় নিষ্ক্রিয়। এ অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটে ঢাকাকেও কাছে টানতে চাইছে ইসলামাবাদ ও বেইজিং।

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও দাবি করেছেন, পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান।

তবে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই ত্রিদেশীয় জোটে যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকার। বেইজিংকে বেশ কয়েক দফায় নিজেদের সেই অবস্থান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কখনো প্রকাশ্যে এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে, কখনো কূটনৈতিক স্তরে বার্তা দিয়ে।

তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ তৈরি করে যাচ্ছে বেইজিং। কূটনৈতিক এই সমীকরণের আবহে বাংলাদেশের সেনাপ্রধানের চীন সফর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও ত্রিদেশীয় ‘কূটনৈতিক জোট’ গঠনের বিষয়ে এই সফরে কোন আলোচনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

চীনা প্রেসিডেন্টের আকস্মিক তিব্বত সফর, ঐক্যের ওপর গুরুত্বারোপচীনা প্রেসিডেন্টের আকস্মিক তিব্বত সফর, ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের চীন সফরের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনের সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের। সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

ঘটনাক্রমে ওয়াকার যখন চীন সফরে গেলেন, তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রয়েছেন পাকিস্তানে। ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে বুধবারই ইসলামাবাদে পৌঁছেছেন ওয়াং। আগামী শনিবার আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আসার কথা রয়েছে।

সূত্র: আনন্দবাজার

Post a Comment

নবীনতর পূর্বতন