ভিপি নুরের রক্ত মিষ্টি তাই সবাই তার রক্ত খায়ইতে চায়-রাছেল যামান

ডেস্ক নিউজ 
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫(শনিবার)
বিগত ফ্যাসিস্ট আওয়ামীলিগ আমলে সবচেয়ে যেই মানুষটির বেশি রক্ত ঝরেছিলো তার মধ্যে ভিপি নুর অন্যতম। সবাই কম বেশ সুবিধা নিয়ে চলছে, সরকারের কোনো সমালোচনা ইনিয়ে-বিনিয়ে বলছে! কিংবা বিদেশে বসে দু- একটা সমালোচনা করছে! কিন্তু ভিপি নুর জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের আওয়াজ চিৎকার করে রাজপথ উত্তাপ করে রেখেছিলো।
আজ তার গায়ে হাত মানে প্রতিটি জুলাই যুদ্ধার হায়ে হাত!
আজ তার শরীরের রক্ত ঝরা মাননি প্রতিটি জুলাই যুদ্ধার শরীর থেকে রক্ত ঝরা!

সেই ১৮ সালের কোটা আন্দোলনের মধ্যে দিয়ে নুরের উত্থান 
সরকার সকল অনিয়মের, দূর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি যেই মানুষটি আওয়াজ তুলতো তিনি হলেন ভিপি নুর। সবাই এক নামে তাকে চিনতো ভিপি হিসেবে! 

প্রশ্ন হচ্ছে ভিপি নুরের রক্ত কবে মিষ্টি কমবে কবে! তার শরীর থেকে রক্ত ঝারা বন্ধ হবে কবে!
আজ জুলাই সরকার যেভাবে তার শরীরের রক্ত ঝরিয়েছে বিগত ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ, যুবলীগ কিংবা পুলিশলিগও এমন রক্তাক্ত করেনি!

তাকে এভাবে মারার পর এই জুলাই সরকার নিয়ে বিরাট একটা প্রশ্ন দাড়িয়ে যায়!

Post a Comment

নবীনতর পূর্বতন