উচ্চকক্ষ-নিম্নকক্ষে পিআর ভোট চাই, জামায়াতের আন্দোলনের ঘোষণা

নয়া বাংলা অনলাইন

ঢাকা   | ১১ আগস্ট ২০২৫ (সোমবার)

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—দুটোতেই আনুপাতিক (পিআর) ভোট পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সমালোচকদের মতে, নির্বাচনকালীন ন্যায্যতার বড় বড় বুলি আওড়ালেও নিজেদের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে দলটির আত্মসমালোচনার দেখা মেলে না।

রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই জায়গাতেই পিআর হতে হবে।”

তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে দেশে ফেয়ার ইলেকশন হয়নি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন—পাকিস্তান আমলের উত্তরাধিকার, ২০০১ সালের নির্বাচনে সহিংসতা, কিংবা ক্ষমতার সঙ্গী হয়ে বিতর্কিত ভূমিকা—এসব ইতিহাস কি জামায়াত ভুলে গেছে?

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হলে দলটির কোনো আপত্তি নেই জানিয়ে তাহের বলেন, “বাংলাদেশের মানুষ আর কোন আনফেয়ার ইলেকশন দেখতে চায় না।” কিন্তু অতীতের নির্বাচনী সহিংসতা ও ভোট-পরবর্তী পরিস্থিতিতে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ এখনও জনমনে দাগ কেটে আছে।

বৈঠকে নির্বাচনপূর্ব ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের দাবি জানিয়ে তাহের সিইসির ওপর আস্থা রাখার কথাও বলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন—আস্থা ও নৈতিকতার লড়াইয়ে জামায়াতের নিজের মাঠ কতটা সমতল, সেটাও প্রশ্নের বাইরে নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন