জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার সামগ্রী বিতরণ

সাদিয়া জান্নাত কেয়া জবি প্রতিনিধি:
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫(বৃহস্পতিবার)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ বুধবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের এ উদ্যোগের অংশ হিসেবে হলটিতে ৪টি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০ প্লেট, ৫০০ মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ, এবং একটি ফার্স্ট এইড বক্স উপহার দেয় সংগঠনটি।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়।

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।”
অনুষ্ঠানে ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের একটু সহযোগিতা করার জন্য। শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

Post a Comment

নবীনতর পূর্বতন