মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশন ও আলোর সহযোগিতায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের অংশগ্রহণে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন।
সংলাপে সেবা খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সমাধান ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার, চলনবিল সমাজকল্যাণ সংস্থা ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাব ও বিয়াশ জনসেবা তরুণ সংঘের সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম, যুব সংগঠনের প্রতিনিধি বাবুল হাসান বকুল ও রেখা খাতুন প্রমুখ।
সংলাপে উপজেলার সাতটি দপ্তরের কর্মকর্তা ছাড়াও সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু ও প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম স্বাগত বক্তব্য রাখেন। তারা বলেন, খান ফাউন্ডেশন ও আলোর সহযোগিতায় ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় সিংড়ায় বিভিন্ন সরকারি দপ্তরের সেবা খাতে আমরা কাজ করছি, এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন