শাওন আহাম্মেদ স্টাফ রিপোর্টার
শ্রীবরদীতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘প্রজন্ম বাতিঘর পাঠাগার’। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠিত এ পাঠাগারটি তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা এবং মুক্ত চর্চার পরিবেশ তৈরির উদ্দেশ্যে চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক মাহমুদুল হক রুবেল, শ্রদ্ধাভাজন ফরিদা হক ম্যাডাম এবং তরুণদের প্রিয় ব্যারিস্টার শাহাদাত হোসেন। তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক অকুল চৌধুরী, সদস্য সচিব সোহানসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ানউল্লাহ, রিফাত স্যার এবং শেরপুর ও শ্রীবরদী থেকে আগত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
পাঠাগার প্রতিষ্ঠায় যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
পাঠাগার সংশ্লিষ্টরা জানান, সমাজের সচেতন মানুষ ও আগ্রহী ব্যক্তিদের বই উপহার দিয়ে এই উদ্যোগকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হচ্ছে। একই সাথে সকল শ্রেণির শিক্ষার্থীদের পাঠাগারে এসে পড়াশোনা ও জ্ঞানচর্চায় অংশগ্রহণের অনুরোধ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন