চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভায় ড. রেদোয়ান: ‘একাত্তরের অস্বীকারকারীরা সক্রিয়—বিচার ঠেকানো যাবে না’

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫(মঙ্গলবার)
এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ
বলেছেন, “৩০ লাখ শহীদ আর দুই লাখ মা–বোনের সম্ভ্রমহানির বিচার কোনোভাবেই মাফ দিয়ে শেষ হবে না। মানবতাবিরোধী অপরাধের বিচার থামাতে পারবে না কেউ।”

রবিবার (২৩ নভেম্বর) চান্দিনার মহিচাইল ইউনিয়নের জিয়াউর রহমান কলেজ অডিটোরিয়ামে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, “স্বাধীনতাকে যারা মানে না তারাই ধানমন্ডি ৩২–এ বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছিল। রাজাকার–আলবদর বাহিনী না থাকলে এত মানুষ শহীদ হতো না।”
তিনি আরও দাবি করেন, স্বাধীনতাবিরোধী চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন-লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক,মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ আবু তাহের, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান , সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান,
চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভি, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহজালাল সরকার সাজু,যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি এটি এম মাজহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ,দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি মো: ইয়াছিন আরাফাত , সহ: সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো: আনোয়ার পারভেজ শিমুল,
অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো.আবুল খায়ের,সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ,দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো: সাদ্দম হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. ফখরুল ইসলাম,আইন বিষক সম্পাদক ও দৈনিক আজকের সত্য প্রকাশ প্রতিনিধি এটি এম ইমদাদুল ইসলাম,প্রেস ক্লাব সদস্য ও দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো. আনিছুর রহামান আনাছ, দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো: মোশারফ হোসেন, জনদৃষ্টি টোয়েন্টিফোর প্রতিনিধি ইব্রাহিম তাহসান প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন