ময়মনসিংহ র‍্যাব১৪ বাড্ডার অপহরণকারী আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫(শনিবার)
ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল কর্তৃক ঢাকার বাড্ডা থানার অপহরণ মামলার আপহরণকারী মোমেন খান (৩৮)কে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর স্কুল পড়ুয়া নাবালিকা(১৪) মেয়ের সাথে এজাহার নামীয় ১ নং অপহরণকারীর পরিচয় হয় এবং মোবাইলে কথাবার্তা বলার একপর্যায়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে এজাহার নামীয় ১ নং অপহরণকারীর অভিভাবককে অবগত করলেও কোনও সমাধান না হয়ে উপরন্ত অপহরণকারী আরো ক্ষিপ্ত হয়। গত ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ বিকাল ১৫:০০ ঘটিকায় ভিকটিম তার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাহির হলে ধৃত অপহরণকারী মোমেন খান(৩৮) সহ এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য অপহরণকারীর সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি, ঢাকার বাড্ডা থানায় অপরহণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২৯ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ (সংশোধনী/২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০। 

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত অপহরণকারীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯:৩০ ঘটিকায় নেত্রকোণা জেলার বারহাট্রা থানার তেঘরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার অপহরণকারী মোমেন খান(৩৮), জেলা-নেত্রকোণাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন