মুতাসিম বিল্লাহ তানিম কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর পুলিশ ঘটনা স্থল থেকে বে-আইনি অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (৭ নভেম্বর) দুপুর এ ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর সরকারটারী এলাকায় ঘটনা ঘটে। কাশিপুর ইউনিয়নের দুই পক্ষ—৫নং ওয়ার্ডের মো. মোখলেছুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম এবং ৬নং ওয়ার্ডের মো. আব্দুল আলিম ও মো. এমদাদুল হকের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জেরে আব্দুল আলিম গং ভাড়া করা বাহিনী নিয়ে হাতে লাঠিসোটা, দা, রামদা ও লোহার রডসহ ধান কাটতে যায়। তখন মোখলেছুর রহমান ও জাহাঙ্গীর আলম গং তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে আহত হয়েছেন—আমেনা বেওয়া (৭০), সিরিনা খাতুন (২৮), আলম হোসেন (৪৮) সহ আরও কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা হামলাকারী তিনজনকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ মফিজুল ইসলাম, আব্দুল আজিজ, মিজানুর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তারা নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের যুবদলের নেতা ও সম্প্রতি ঘোষিত কুড়িগ্রাম-১ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা সাহেবের ঘনিষ্ঠজন।
ফুলবাড়ী থানার ওসি জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। আটক তিনজনকে আজ (৮ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।”
পরবর্তীতে ফুলবাড়ী থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে বলা হয়েছে, আসামিরা ভুক্তভোগী পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে এবং জমি জবরদখলের চেষ্টা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন