ময়মনসিংহ নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জন গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫(সোমবার)
ময়মনসিংহ নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মাদক সম্রাজ্ঞী দুখিনীর বোন কমলা বেগম ও তার ভাগিনা হুমায়ুন কবির শাহিন।

১৬ নভেম্বর রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেলের একটি বিশেষ টিম কোতোয়ালী মডেল থানার গন্দ্রপা উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাইড্রোক্লোরাইডযুক্ত কুপিজেসিক ইনজেকশন ১০ অ্যাম্পুল, ডায়াজিপাম যুক্ত ইজিয়াম ইনজেকশন ২৫ অ্যাম্পুল, এমারিন ইনজেকশন ২৫ অ্যাম্পুল এবং একটি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়।

পরে অভিযানে নেতৃত্বদানকারী উপপরিদর্শক মোঃ আল মাসুদ বাদী হয়ে গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন