ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প পরবর্তী ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশঅনার্স-মাস্টার্স সকল পরীক্ষা স্থগিত, ক্লাস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫(রবিবার)
ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনায় শিক্ষার্থীদের সাময়িকভাবে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকালে উপাচার্য ড. মো. নিজামউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের ঝুঁকি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সাময়িকভাবে খালি করা আবশ্যক। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের বিশেষজ্ঞ টিম, পরিকল্পনা ও উন্নয়ন অফিস এবং প্রধান প্রকৌশলীর মতামতের ভিত্তিতে ভবনগুলোর নিরাপত্তা মূল্যায়নের জন্য পরীক্ষণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর ২০২৫ রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ জানানো হবে।

সভায় আরও জানানো হয়, প্রাথমিক পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব প্রশাসনিক দপ্তর খোলা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা মেনে চলার অনুরোধ জানানো হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন