মুতাসিম তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ সাড়াশি অভিযান চালিয়ে নয়ন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ
ভুরুঙ্গামারী থানা পুলিশ জানায়, রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে বলা হয় অভিযানের সময় তার পকেট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
মাদকের বিরুদ্ধে নিয়মিত গোপন অভিযানের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে নয়ন মিয়াকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন