সেনাবাহিনীর ‘মধ্যরাতের হানা সুন্দরবন সংলগ্ন এলাকায় অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫(সোমবার)
সেনাবাহিনীর মিডনাইট অপারেশনে শ্যামনগর, কালিগঞ্জ ও সুন্দরবন সংলগ্ন এলাকায় সেনা অভিযানে ১টি বন্দুক ও ২৭ রাউন্ড শর্ট গানের গুলি সহ সাইফুল ওয়াদুদ নামে ২ বনদস্যুকে আটক করেছে সাতক্ষীরার কালীগঞ্জের সেনা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প সেনাবাহিনী শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ছোট টেংরাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি সহ এস এম সাইফুল ওয়াদুদ কে (৫০) আটক করা হয়। আটক এস এম সাইফুল ওয়াদুদ শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে। অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আসামি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, আটক সাইফুল ওয়াদুদ এর আগেও ২০১৭ সালে হরিনগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে (১৭ নভেম্বর) সোমবার বেলা দেড়টার দিকে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র গোলাবারুদসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন