জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নীতি সংকট: ছাত্রদলের অভিযোগে ভর্তি পরীক্ষা, হল পরিবেশ ও দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প ঘিরে প্রশ্ন

সাদিয়া জান্নাত কেয়া , জবি প্রতিনিধি 
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫(বুধবার)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, ভর্তি নীতি ও ক্যাম্পাস নির্মাণ সংক্রান্ত গুরুতর অনিয়মের আশঙ্কা উঠিয়ে লিখিত বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জবি শাখা)। বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট পৃথক তিন নোটিশে সংগঠনটি আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পদ্ধতি, পুরান ঢাকার আবাসিক হলগুলোর নিরাপত্তা এবং কেরানীগঞ্জে নির্মীয়মাণ দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্পপ্রগতির বিষয়ে বিস্তারিত অভিযোগ ও দাবি নথিভুক্ত করেছে।

সংগঠনের নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের স্বসংহত ও উচ্চশিক্ষার মান রক্ষার জন্য সমস্যা গুলো অবিলম্বে সমাধান করা প্রয়োজন। তারা সতর্ক করেছেন—দীর্ঘমেয়াদি উদাসীনতা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা, গবেষণা ও ছাত্রজীবনের ওপর স্থায়ী ক্ষতি করতে পারে।

ছাত্রদল অভিযোগ করেছে যে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা বাদ দিয়ে কেবলমাত্র এমসিকিউ (বহু নির্বাচনী) পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য অনুৎপাদনশীল ও নৈর্ব্যক্তিক। তাদের মতে, লিখিত অংশ শিক্ষার্থীদের বিশ্লেষণশক্তি, সৃজনশীল চিন্তা ও লিখিত যোগাযোগ দক্ষতা যাচাইয়ের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। এমসিকিউ-নির্ভর পদ্ধতি মেধার সত্যিকারের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে এবং মুখস্থ ভিত্তিক প্রস্তুতির প্রবণতা বাড়াবে।

বিবৃতিতে বলা হয়েছে..
“শিক্ষার্থীর বাস্তব মেধা যাচাই না করে কেবল এমসিকিউর ওপর নির্ভর করলে উজ্জীবিত শিক্ষাগত পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। লিখিত মানদণ্ডের অব্যহতি গ্রহণযোগ্য নয়,”

দ্বিতীয় নোটিশে ছাত্রদল জানান, পুরান ঢাকার নির্মানধীন হলের কাজটি শিক্ষার্থীদের জন্য অত্যান্ত আশা জাগানিয়া কিন্তু কাজের ধীর গতি ও প্রশাসনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে তারা নির্মাণ কাজ শেষ হওয়ার আনুমানিক ও যৌক্তিক সময় প্রকাশের দাবি জানান।

তৃতীয় নোটিশে সংগঠনটি কেরানীগঞ্জ এলাকায় নির্মীয়মাণ দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ব্যাপক বিলম্ব ও অগ্রগতিহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি প্রথম ধাপের কাজ কবে শেষ হবে প্রশ্ন রেখে একটি স্বচ্ছ রুপরেখা প্রকাশের দাবি তাদের।

Post a Comment

নবীনতর পূর্বতন