মনোনয়ন দাবিতে সাতক্ষীরা-৩ আসনে ড. শহিদুল আলমের পক্ষে অষ্টম দিনের মতো বিক্ষোভ

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫(সোমবার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়ন নিয়ে চলছে উত্তেজনা। কেন্দ্রীয়ভাবে গত ২ নভেম্বর এই আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের নাম ঘোষণার পর থেকেই অপর প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, গরিবের ডাক্তার খ্যাত ড. শহিদুল আলমের সমর্থকরা টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ করছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পর্যন্ত এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাজারো নারী-পুরুষ দল-মত নির্বিশেষে অংশ নেন।

বক্তারা বলেন, ড. শহিদুল আলম গত ৩০ বছর ধরে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিবেদিত। তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদানসহ বিপদে-আপদে সবসময় এলাকার মানুষের পাশে থেকেছেন। তাই এলাকার সাধারণ মানুষ মনে করেন, তাঁকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি নিশ্চিত পরাজয়ের মুখে পড়বে।

সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানান—জনগণের ভাষা ও গণসমর্থনের প্রতিফলন ঘটিয়ে ড. শহিদুল আলমকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে।

এদিকে, মনোনয়ন ঘোষণার পর থেকেই কালিগঞ্জ-আশাশুনি এলাকাজুড়ে দুই প্রার্থীর পক্ষের কর্মী-সমর্থকরা পাল্টাপাল্টি মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। জেলা শহর থেকে প্রতিদিনই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা এসব কর্মসূচি কাভার করতে ছুটে যাচ্ছেন, ফলে এলাকায় চলছে কার্যত “মিডিয়া ট্রায়াল”।

অবিরাম এই আন্দোলন এখন সাধারণ মানুষের অংশগ্রহণে রূপ নিচ্ছে। সমর্থকদের দাবি—মনোনয়ন না পাওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন