মনোনয়ন বিতর্ক: কালীগঞ্জে বিএনপির অবস্থানে উত্তাল রাজনীতি

হাফিজুর রহমান কালীগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫(বৃহস্পতিবার)
ফাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি কে কেন্দ্র করে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপি'র উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপি'র কার্যালয়ের সামনে অধ্যাপক ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে হাজার, হাজার নেতাকর্মী ,সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করে। পৃথক কর্মসূচিতে সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান ,প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত সমাবেশে বক্তারা বলেন আওয়ামী ফ্যাসিস্ট লীগের ঘোষিত লকডাউনের নামে সৃষ্ট অরাজকতা ও নৈরাজ্যে সহ্য করা হবে না তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করার ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপি'র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস. এম. হাফিজুর রহমান বাবু,ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা বিএনপির জাসাস সদস্য সচিব মারুফ বিল্লাহ প্রমুখ। গত ২ নভেম্বর বিএনপি'র দলীয় মনোনয়ন ঘোষণায় সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের নাম ঘোষণার সাথে সাথে তা বাতিল করে ডাক্তার শহিদুল আলমের মনোনয়ন দাবি করে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নামে দলের নেতাকর্মী ও সমর্থকরা। সেই থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার ১১ দিন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে কালিগঞ্জ- আশাশুনি উপজেলা বিএনপি'র নেতাকর্মী সমর্থকসহ সর্বস্তরের জনগণ। লাগাতার কর্মসূচির মধ্যে গতকাল ছিল অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে বক্তারা বলেন সদ্য ধানের শীষের মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দিন মূলত ধানের শীষের যোগ্য লোক না। ২০০১ সালে জাতীয় পার্টি নাফি গ্রুপ থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে জোটে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে জুলুম নির্যাতনের সময় তাকে নেতাকর্মীরা কাছে ও খুঁজে পায়নি। ঢাকায় বসে ২/১টি ফটো সেশন করে এখন ত্যাগী নেতা হিসেবে পরিচয় দিয়ে নিজেকে জাহির করে। আবারো এই জন বিচ্ছিন্ন নেতা কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দিয়ে ধানের শীষ কে ঝুঁকিতে ফেলেছে। তাই যত দ্রুত সম্ভব তার মনোনয়ন বাতিল করে গরীবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবি জানান। মনোনয়ন না দিলে তারা দল থেকে গণপদত্যাগের হুঁশিয়ারি দেন। এজন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ সহ মনোনয়ন বাতিল করে ডঃ শহিদুল আলম কে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন