সাংবাদিক নির্যাতন বন্ধ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫(বৃহস্পতিবার)
সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি, সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা অংশ নেন।

সংগঠনের পরিচালক (প্রশাসন ও এডমিন) খাইরুল ইসলাম আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তিনি বলেন, “সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। সাগর–রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও কোনো অগ্রগতি নেই। গাজীপুরের তুহিন হত্যা, ভুরুঙ্গামারীর সাংবাদিক আনোয়ারের ওপর নৃশংস নির্যাতনসহ নানা ঘটনায় জড়িত অপরাধীরা এখনও আইনের বাইরে। সাংবাদিক নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি।”

নেতারা বলেন, কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা দীর্ঘ ছয় বছর ধরে মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা ওসি প্রদীপের টার্গেটে পরিণত হয়ে মিথ্যা মামলায় জর্জরিত হলেও তার মামলা প্রত্যাহারে কোনো উদ্যোগ নেই। বক্তাদের অভিযোগ—“বড় বড় অপরাধীর মামলা প্রত্যাহার হলেও একজন নির্যাতিত সাংবাদিকের আর্তি কেউ শুনছে না।”

বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান বলেন, “সত্য প্রকাশ করলেই যদি সাংবাদিকরা হামলা, হুমকি বা মামলার শিকার হন, তাহলে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে।” তিনি রাষ্ট্রকে সাংবাদিকদের নিরাপত্তায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন জনপ্রিয় মানবাধিকার কর্মী মোঃ আল আমিন ইসলাম, সংগঠনের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোহাম্মদ আলী আবীর, পরিচালক (জেলা ইউনিট প্রধান) রেজাউল করিম রেজা, বিভাগীয় সমন্বয়কারী রুহুল আমিন সুজন, বসকো-এর সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, সাংবাদিক হামিম, বশির আহমেদ, স্বপন মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মৌসুমী খন্দকার, গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি ও সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম অস্তিত্ব হারাবে। তাই মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতন বন্ধ এবং সকল হত্যা মামলার দ্রুত বিচার এখন সময়ের দাবি।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারীর নির্যাতিত সাংবাদিক আনোয়ার হোসেনের বাবা–মা। তারা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, “আমাদের ছেলে নির্দোষ। শুধু সত্য বলার কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।” এ দৃশ্য মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

বিষয়টি গভীরভাবে বিবেচনার আশ্বাস দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার, যা সাংবাদিক ও মানবাধিকার কর্মী আল আমিন ইসলামকে অবহিত করে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

Post a Comment

নবীনতর পূর্বতন