মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও মুক্তাগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে মুক্তাগাছা উপজেলার সাবানিয়া মোড় ও কাঠবাওলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ও ৮(৩) ধারার ব্যত্যয় ঘটিয়ে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এবং নিষিদ্ধ এলাকায় ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স মদিনা ব্রিকস ইটভাটার চিমনি, দেয়ালসহ সকল স্থাপনা ভেঙে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন এবং পরিদর্শক মোঃ রুকন মিয়া। এছাড়া ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আল মাহমুদ উপস্থিত ছিলেন।
অভিযানে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।
প্রশাসন জানায়—জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন