ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সেক্টর কমান্ডার ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫(শুক্রবার)
রাজনৈতিক ছত্রছায়ায় ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে আসল বীরদের মান-সম্মানের সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ৯ নম্বর সেক্টরের সাবেক কমান্ডার ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “খুব শিগগিরই ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে তাদের নাম বাতিল করা হবে। ভাতা-সুবিধার টাকা ফেরত নেওয়ার পাশাপাশি মামলা দিয়ে জেলে পাঠানো হবে। যারা ৯ মাস জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, তাদের নাম তালিকায় নেই—এই বৈষম্য আর মেনে নেওয়া হবে না।”

কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে কালিগঞ্জকে শতভাগ মুক্ত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকে প্রতি বছর ২০ নভেম্বর দিনটি কালিগঞ্জে ‘হানাদার মুক্ত দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে আলাদা কর্নার ও বিশেষ সেবার দাবি জানান ক্যাপ্টেন নুরুল হুদা। তিনি উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যে দেশ স্বাধীন করে দিয়েছি, সে দেশে আপনারা বাস করেন। গরিব-অসহায় বয়স্ক মুক্তিযোদ্ধারা আপনাদের দুয়ারে গেলে টাকা-পয়সা না দিতে পারলেও অন্তত ভালো ব্যবহার করবেন। মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

যুদ্ধকালীন মেডিকেল অফিসার মেজর জেনারেল (অব.) শাহজাহান আলী, ৯ নম্বর সেক্টরের স্পেশাল ফোর্স কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আনাম বেগ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহসানুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল্লাহিল শাফিসহ অনেকে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, এসি ল্যান্ড মাইনুল ইসলাম খান, এএসপি (কালিগঞ্জ সার্কেল) রাজিব হোসেন, ওসি মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল ইসলামসহ কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগরের শত শত বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে মিলনমেলার কর্মসূচি শেষ হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন