শিশু নিরাপত্তা ও যৌন নির্যাতন প্রতিরোধে কড়া পদক্ষেপ ডায়মন্ড হারবার জেলা পুলিশের

মনোয়ার ইমাম কোলকাতা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫(সোমবার)
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে শিশুদের উপর যৌন নিপীড়ন, জুলুম ও নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণ করতে এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি অনুষ্ঠিত হয় জেলা পুলিশের সদর দফতর পৈলানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত সকল থানার ওসি ও আইসি, সার্কেল চিফ অফিসার, এসডিপিওসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার (আইপিএস), এসওজি অফিসার দেবরঞ্জন বাবু, মহিলা থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

সভায় নির্দেশ দেওয়া হয়, ডায়মন্ড হারবার জেলার প্রতিটি থানার আওতায় শিশু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিশু যৌন নির্যাতনের ঘটনা রোধে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওদের সঙ্গে যৌথভাবে সচেতনতা ও প্রচারাভিযান চালানোর ওপরও জোর দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে শিশু নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পাড়ায় পাড়ায় প্রচার অভিযান চালিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি ডায়মন্ড হারবার জেলার উস্তি থানা এলাকায় এক নাবালিকা তার বাবার দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। ঘটনাটির পরপরই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে, মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং উস্তি থানার ওসি আব্দুল মারজান এর নেতৃত্বে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুল সেখ-কে দেউলা গ্রামের নাজরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

ডায়মন্ড হারবার জেলা পুলিশের এই উদ্যোগ শিশু সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন