সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উদযাপন

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ 
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫(মঙ্গলবার)
ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি এই শ্রেগান নিয়ে নাটোরের সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে। 

 মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচির অংশ হিসাবে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। পরে ট্রাফিক নিয়মাবলীর জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম এবং সিংড়া ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ প্রমূখ।

Post a Comment

নবীনতর পূর্বতন