মুতাসিম তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিনে কুড়িগ্রামে ২ সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধপত্র। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস পরিক্ষাও করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি'র উদ্যোগে এই কর্মসুচির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, প্রভাষক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. ইউনুস আলী বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোন ডাক আসলে সে ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রাম-১ আসনবাসীকে সাথে নিয়ে রাজপথের প্রতোক্যটি লড়াই সংগ্রাম জয় করব।’
তিনি আরো বলেন, ‘কুড়িগ্রাম-১ আসনবাসীর সাথে আমি দীর্ঘ দিন যাবৎ মাঠে ঘাটে কাজ করছি। বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা আমাকে সুযোগ করে দিলে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই।’
উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান বলেন, ‘কেন্দ্রের নির্দেশে আমরা তারেক রহমানের জন্মদিনে কেক না কেটে, মানবিক কাজে তৃনমুল পর্যায়ের এসব নিম্ন আয়ের মানুষদের পাশে সহযোগিতা করছি। এ মানুষগুলো হাসপাতাল থেকে অনেক দুরে প্রত্যন্ত গ্রামে বসবাস করে।
পরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা শেষে ৩ হাজার মাদ্রাসার এতিম শিশুদের মাঝে গাছের চারা ও খাবার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন