টাঙ্গাইল ৭ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

মো:রুবেল মিয়া উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫(শনিবার)
টাঙ্গাইল ৭ আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রাথমিক মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব কর্মী-সমর্থকরা।
শুক্রবার (২৮নভেম্বর) বিকেলে জহুড় বাড়ী এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে সড়ক পুরাতন বাস স্ট্যান্ডে বিক্ষোভ করেন কর্মী-সমর্থকরা।

এসময় আন্দোলনকারীরা বলেন, টাঙ্গাইল ৭আসনে সম্প্রতি ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক এম পি,কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীকে কিন্তু। আবুল কালাম আজাদ সিদ্দিকী নামে চাঁদাবাদী সহ কমিটি বাণিজ্য,সহ ভিন্ন অভিযোগ আছে বলে জানান । সাঈদ সোহরাব ত্যাগী রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছেন। তাই এই আসনে মনোনয়ন পরিবর্তন করে সাঈদ সোহরাব দেওয়া হোক।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি খন্দকার মোবারক হোসেন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা,পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ শিকদার,উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আলী আজম খান উথান। 
এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর কল্যাণ সমিতি সাবেক সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু,জাহাঙ্গীর হোসেন,উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইমরান শেখ,মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি রেজাউল করিম রয়েল,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,উপজেলা যুবদলের সাবেক সদস্য আলমগীর হোসেন,আব্দুল কাদের সরকার,উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন