মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা থেকে জননেতায় পরিণত হওয়া বিএনপির নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ৭ই নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই দিনটি জাতীয়ভাবে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে একটি র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন