ময়মনসিংহে আন্তঃজেলা এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫(সোমবার)
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে আজ সকাল থেকে নান্দাইল থানাধীন মুসল্লী কলেজ গেইটের সামনে সড়কে মাদকবিরোধী বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সন্দেহজনকভাবে চলাচলকারী এক নারীকে থামিয়ে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আন্তঃজেলা মাদক সরবরাহ চক্রের সদস্য বলে স্বীকার করেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সহকারী পরিচালক রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে নান্দাইলসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করতেন।

উদ্ধারকৃত মাদক ও অভিযুক্ত নারীকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Post a Comment

নবীনতর পূর্বতন