মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)–এর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে। মোঃ শামসুর রহমান সজিবকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি বুধবার (১৯ নভেম্বর) অনুমোদন দেয় সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স।
জেলা জেড সি এফ-এর সভাপতি আহসানুল কবির বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পেজ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করেন।
মোঃ শামসুর রহমান সজিব বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের বাসিন্দা। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপি–মনা রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
নতুন কমিটির অনুমোদনের মধ্য দিয়ে বেলকুচি অঞ্চলে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন