আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যসমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। নানামুখী শিল্প–কারখানা ও ব্যবসাবাণিজ্যে এগিয়ে থাকা এই জেলার ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যবসায়ী মহলে উত্তাপ ছড়াতে শুরু করেছে।
চেম্বারের নির্বাচনে এবার তরুণ নেতৃত্বের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ নজরকাড়া। অভিজ্ঞদের পাশাপাশি যোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন নবীন নেতৃত্বকেও সামনে আনতে চাইছেন তারা। সেই তালিকায় সবার শীর্ষে যে নামটি বারবার উচ্চারিত হচ্ছে, তিনি ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ—একজন সৎ, উদ্যমী, প্রতিশ্রুতিশীল ও মেধাবী ব্যবসায়ী।
চলতি বছরের চেম্বার নির্বাচন–২৫ এ পরিচালক পদে প্রার্থীতা করছেন তিনি। বর্তমানে তিনি বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি এবং ফ্রেশ সিমেন্টের সিরাজগঞ্জ সদর ও বেলকুচি অঞ্চলের পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মেসার্স এম.এইচ.এস ইন্টারন্যাশনাল–এর কর্ণধার।
তার ভোটার নং: অ–৪৫২
নির্বাচনকে দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখেন ডাঃ শুভ। তিনি বলেন—
“নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মানেই বৃহত্তর দায়িত্ব নেয়া। ব্যবসায়ী ভাইরা যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমার প্রথম কাজ হবে সুষ্ঠু ও নির্বিঘ্ন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। সিন্ডিকেট ও অনিয়মের শিকল ভেঙে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে চাই। উন্নত, নিরাপদ ও স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ গড়াই হবে আমার প্রধান অঙ্গীকার।”
চেম্বার নির্বাচনে তার প্রার্থিতা ইতোমধ্যেই ব্যবসায়ী সমাজে নতুন আশার সঞ্চার করেছে। তরুণ নেতৃত্বের উত্থান সিরাজগঞ্জের বাণিজ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই বিশ্বাস করছেন সমর্থকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন