ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টের অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানে জরিমানা

মোঃ মনিরুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫(শুক্রবার)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই দোকানে জরিমানা এবং উল্লেখযোগ্য পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলার মধ্যবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে দুই দোকান থেকে প্রায় ৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং সতর্কতামূলক ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। প্রসিকিউশন পরিচালনায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

এ সময় ব্যবসায়ীদের পলিথিন মজুদ, ক্রয়–বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন