শান্তির সিংড়া গড়ার প্রত্যয়ে দাউদার মাহমুদের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫(শুক্রবার)
নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার আয়েশ বাজার এলাকায় বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

সভায় সভাপতিত্ব করেন পিএম ইব্রাহীম হোসেন এবং সঞ্চালনা করেন মোঃ আব্দুল কাদের প্রাং।

বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, আগামী দিনে শান্তির সিংড়া, নিরাপদ সিংড়া গড়তে চাই। এমপি কে হবে জানি না, তবে সিংড়া আমার জন্মস্থান—জীবনভর আপনাদের পাশে থাকবো। সবাই মিলে এমন একটি সিংড়া গড়তে চাই, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারবে।

এসময় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, মো. খালেকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, ডাহিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আলহাজ হোসেন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আসমত আলী, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, ৪নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, কৃষক দলের সদস্য মোঃ হাফিজুর রহমান ও গ্রামপ্রধান মোঃ রবিউল প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন