অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি সংগঠনের

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫(শুক্রবার)
একটি ধর্মীয় মতাদর্শভিত্তিক সংগঠন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা দাবি করেছে, দেশের প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় বিভিন্ন পদে “অযোগ্য ও অনৈতিক ব্যক্তিদের” প্রভাব বৃদ্ধি পেয়েছে, যার ফলে রাষ্ট্র অচলাবস্থার দিকে যাচ্ছে।

সংগঠনটি আরো বলে, বর্তমান অন্তর্বর্তী সরকার “বিদেশি স্বার্থে কাজ করছে” এবং বিভিন্ন জাতীয় স্থাপনা ও সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করছে। এই পরিস্থিতি দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।

এছাড়া সংগঠনটি ভারতের বাবরি মসজিদ ইস্যু এবং বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়নের উদাহরণ উল্লেখ করে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সেনাবাহিনীকে “রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ” করতে হবে—এমন দাবিও উত্থাপন করেছে সংগঠনটি। তবে এ বিষয়ে সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 বর্তমান অস্থিতিশীল অবস্থার কারণে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় “সচেতন মহলের” এগিয়ে আসা প্রয়োজন।

Post a Comment

নবীনতর পূর্বতন