দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের মত বিনিময়

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার  
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫(বৃহস্পতিবার)
জামালপুরের দেওয়ানগঞ্জে  সকল কর্মরত সাংবাদিকদের সাথে  মত বিনিময় করেন জামালপুর-১ আসনের সাবেক এমপি  ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ  এম. রশিদুজ্জামান মিল্লাত। 

আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর তার  নিজ বাসভবনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর  বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, যুব  দলের আহ্বায়ক মঞ্জু হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

উপস্থিত সাংবাদিকগণ তাদের নানা সমস্যা তুলে ধরলে এমপি রশিদুজ্জামান মিল্লাত তা পরবর্তীতে সমাধানের আশ্বাস দেন। এছাড়া তিনি, নিরপেক্ষ তথ্য নির্ভর সংবাদ পরিবেশন আহ্বান জানান সাংবাদিকদের প্রতি।

Post a Comment

নবীনতর পূর্বতন